রঙ না, আগুন ~জয়দেব গরাই | rong na agun (bangla anu kobita) ~ by Joydev Gorai

রঙ না, আগুন 

~জয়দেব  গরাই

যার হৃদয়ের থরে থরে বেদনা সুসজ্জিত,
সকল আনন্দের দেশ 
তার কাছে পাণ্ডব বর্জিত।
শুধু স্মৃতি নিয়ে মৃত মাধুরীর স্বপ্ন
তাকে একলা করে চলে যায়, 
নিঃসঙ্গ চাঁদের মতো ।
অশ্রু প্রবাহিত হতে হতে ফাঁপা শিরায়,
রঙিন ফাগ শুধু বেদনার স্পন্দন জানিয়ে যায় ।
এই হোলি আমার হৃদয় হোলিকা
পোড়ানো ছাড়া আর কিছুই নয় ,
তবু ঊষা কালেই তোমার রঙিন মূর্তি দেখে নিতে,
আমাকে ব্যস্ত রাখে পদদলিত আশা টুকু এখনও...



🌺🌺 সবাই জানাবেন গল্প কেমন লাগলো?🙂🙂 🌻🌻 গল্প ভালো লাগলে লাইক করুন আর নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন 🙏🌹 💐🙏ধন্যবাদ 🙏🌼।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন