তার কাছে পাণ্ডব বর্জিত।
শুধু স্মৃতি নিয়ে মৃত মাধুরীর স্বপ্ন
তাকে একলা করে চলে যায়,
শুধু স্মৃতি নিয়ে মৃত মাধুরীর স্বপ্ন
তাকে একলা করে চলে যায়,
নিঃসঙ্গ চাঁদের মতো ।
অশ্রু প্রবাহিত হতে হতে ফাঁপা শিরায়,
রঙিন ফাগ শুধু বেদনার স্পন্দন জানিয়ে যায় ।
এই হোলি আমার হৃদয় হোলিকা
পোড়ানো ছাড়া আর কিছুই নয় ,
তবু ঊষা কালেই তোমার রঙিন মূর্তি দেখে নিতে,
আমাকে ব্যস্ত রাখে পদদলিত আশা টুকু এখনও...
অশ্রু প্রবাহিত হতে হতে ফাঁপা শিরায়,
রঙিন ফাগ শুধু বেদনার স্পন্দন জানিয়ে যায় ।
এই হোলি আমার হৃদয় হোলিকা
পোড়ানো ছাড়া আর কিছুই নয় ,
তবু ঊষা কালেই তোমার রঙিন মূর্তি দেখে নিতে,
আমাকে ব্যস্ত রাখে পদদলিত আশা টুকু এখনও...
Tags:
Anu Kobita/অনুকবিতা